ইকনা: মিশরের খ্যতনামা ক্বারি মুহাম্মাদ আব্দুল ওয়াহাব তানতাভীর সুসলিত কণ্ঠে সূরা ত্বাহার ২৫ থেকে ২৮ নম্বর আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়াতটি তুলে ধরা হল:

মিশরের খ্যতনামা ক্বারি মুহাম্মাদ আব্দুল ওয়াহাব তানতাভীর সুসলিত কণ্ঠে সূরা ত্বাহার ২৫ থেকে ২৮ নম্বর আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়াতটি তুলে ধরা হল:
সূরা মুবারকেহ ত্বহা থেকে বিখ্যাত মিশরীয় তেলাওয়াতকারী মুহাম্মদ আবদ আল-ওয়াহাব তানতাভির শ্রবণযোগ্য আয়াতটি শুনতে পাবেন।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ﴿۲۵﴾
সে (মূসা) বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দাও,
وَيَسِّرْ لِي أَمْرِي ﴿۲۶﴾
আমার জন্য আমার কর্ম সহজ করে দাও,
وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي ﴿۲۷﴾
আমার জিহ্বার জড়তা দূর করে দাও
يَفْقَهُوا قَوْلِي ﴿۲۸﴾
যাতে তারা আমার কথা সহজে বুঝতে পারে,